কবি রাম প্রসাদ কুন্ডুর কবিতা "শৈত্য প্রবাহ"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১ ১১:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১ ১১:০৮

ছবি সমসাময়িক
শৈত্য প্রবাহ রাম প্রসাদ কুন্ডুজ সূর্যের তেজে ঘেমেছি দৈত্য দাবাদহে এখন থরথর কেঁপে মরি শৈত্য প্রবাহে সূর্যকে ঢেকে রাখে অন্ধ কুয়াশা রোদ ওই আসে আসে চলে যত ভূয়াসা কুয়াশায় ডুবে থাকে খড় চালা বস্তি হাড় কাঁপানো শীতে কারো নেই স্বস্তি আগুনের কুন্ডলীতে বসে কুলবধুরা শীত নিবারণে আসে ফুট পথচারিরা শীত যেন ডুবে আছে কুয়াশার গালিচায় এই শীতে গাঢ়ে ভীত হৃদয়ের কলিজায়।


আপনার মূল্যবান মতামত দিন: