কেশবপুরে রবীন্দ্র-নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৯ মে ২০২৪ ২০:৩৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৯ মে ২০২৪ ২০:৩৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে বুধবার সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে শিশুদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রভাত কুমার রায়, পলাশ কান্তি হালদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, শিশু একাডেমির প্রশিক্ষক অলোক বসু বাপী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। #




আপনার মূল্যবান মতামত দিন: