কেশবপুরে প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

অলিয়ার রহমান | প্রকাশিত: ২ জুন ২০২৩ ০৩:৩৩

অলিয়ার রহমান
প্রকাশিত: ২ জুন ২০২৩ ০৩:৩৩

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিউশন (পিবিজিএসআই) স্কিম এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী। এ কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। #




আপনার মূল্যবান মতামত দিন: