অভয়নগরে দিনব্যাপী গ্রন্থমেলা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৩

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৩

ছবি- নিউজ প্রতিনিধি।

যশোরের অভয়নগরে দিনব্যাপী একুশে গ্রন্থমেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে উপজেলার ঐতিহ্যবাহি সিংগাড়ী হাইস্কুল মাঠে জবেদা ইনস্টিটিউট এর আয়োজনে এ
গ্রন্থমেলা, আলোচনা সভা
ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায়
জবেদা ইনস্টিটিউটের পরিচালক আহমেদ মাসুমের ব্যবস্থাপনায় ও সাগর রায়ের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. তানভীর দুলাল, অধ্যাপক মাজিদ মিঠু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাজিম উদ্দিন ও তানজীর আহমেদ, সাংবাদিক সুনীল কুমার দাস,
সিংগাড়ী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আলমগীর শেখ, প্রভাষক তাপস কুমার বিশ্বাস,
প্রমুখ।
গ্রন্থমেলায় ছয়টি স্টল অংশ নেয়। শিক্ষার্থী ও বইপ্রেমীদের অংশগ্রহণে বইমেলা সুন্দর হয়ে উঠে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলতান শিল্পী গোষ্ঠী।




আপনার মূল্যবান মতামত দিন: