কবিতা নাম নন্দলাল- ২

সাহিত্য ডেস্ক।। | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫২

সাহিত্য ডেস্ক।।
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫২

ফাইল ফটো

 নন্দলাল- ২

কে এম আলী 

নন্দলাল এখন চিন্তায় আছে,
সামনে করবে নির্বাচন!
স্বদেশের জন্য করতে হলে
ক্ষমতাটা তার প্রযোজন।

নন্দের পাশে আছে যারা
তারাতো নয় প্রিয়জন!
তার তালেতে তাল দেয় তারা
স্বার্থ হাসিলে এটাও তাদের প্রযোজন।

নন্দ এখন বিশাল নেতা
পরেন কালো কোট,
সারা এলাকায় জয়গান তার
নেইযে কোন ভোট।

ভোট নেইতো কি হয়েছে.?
আছে পোষা চেলা,
নন্দের তালে তাল না দিলে
আছে অনেক জ্বালা।

নন্দের এখন অনেক শক্তি
পদ পদবি ভরা
নন্দের তালে তাল দেয় তারা
নন্দের মতো যারা




আপনার মূল্যবান মতামত দিন: