কবিতা- আমার সাথে তুমিও থাকবে, কবি- মাহমুদা রিনি

সাহিত্য ডেস্ক।। | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ২২:৩০

সাহিত্য ডেস্ক।।
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ২২:৩০

ছবি- কবি মাহমুদা রিনি


আমার সাথে তুমিও থাকবে--
দুর্গার সাথে অসুর যেমন!
তোমাকে সবার আগে রাখি-
তোমার জন্যই আমি এমন!

আমার সাথে তুমিও থাকবে-
সরস্বতীর বাহন যেমন!
পঙ্কিলতা আড়াল করে-
আমারে দাও শুদ্ধ জীবন!

আমার সাথে তুমিও থাকবে-
অন্নপূর্ণা মায়ের মতন!
ক্ষুধায় অন্ন তুলে ধরো-
সকল ইচ্ছা করো পূরণ!

আমার সাথে তুমিও থাকবে-
মেঘের সাথে বৃষ্টি যেমন!
শুষ্ক দুচোখ উপচে পড়ে-
অশ্রু ঝরে তোমার কারণ!

আমার সাথে তুমিও থাকবে-
পূর্ণ চাঁদে জোছনা যেমন!
আমার সকল হাসির উৎসে-
তোমার সুখের অনুরণন!

আমার সাথে তুমিও থাকবে-
অচেনা কোনো পথিক যেমন!
পথ দেখিয়ে গেছে চলে-
চরণচিহ্ন আছে তেমন!

আমার সাথে থাকবে সবাই--
থাকবেও ঠিক ছায়ার মতন!
তবু আমি একলা চলি--
আমার কেবল আমিই আপন!




আপনার মূল্যবান মতামত দিন: