কবিতার নাম প্রাণের শহর সাতক্ষীরা, কবি- মোঃ তৈয়েবুর রহমান তাকিব

সাহিত্য ডেস্ক।। | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ১৮:৩১

সাহিত্য ডেস্ক।।
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ১৮:৩১

ফাইল ফটো

 

প্রাণের শহর সাতক্ষীরা মোর অনেক ভালোবাসি

মাটির টানে মায়ের টানে তাইতো ছুটে আসি,

এই শহরের মানুষগুলি উদার মনের সবে

দাওয়াত দিলাম বন্ধু তোমার আসবে বলো কবে৷

বিশ্বজুড়ে এই শহরের অনেক খ্যাতি আছে
নানান রকম পাখির মেলা দেখবে গাছে গাছে,
বড় বড় ঘেরের মাঝে দেখবে মাছের খেলা
ভালোবাসি হৃদয় থেকে প্রিয় মোদের জেলা৷

শ্যামনগর যে বাংলাদেশের সবচে বড় থানা
সুন্দরবন যে এই শহরেই সবার সেতো জানা,
এই শহরে নানান প্রাণী মিলবে বাঘের দেখা
সাতক্ষীরারই গল্প কথা শেষ হবেনা লেখা৷

এই জেলাতে জন্ম নিছে বহু জ্ঞাণীগুণী
কলারোয়ার টালীর কথা সবার মুখেই শুনি,
খান বাহাদুর আহসানূল্লাহ এই শহরে বাড়ি
এই শহরেই পাবে তুমি খাটি মধুর হাড়ি৷

সবুজ শ্যামল শহর মোদের দেখবে দুচোখ মেলে
মনের সুখে দূর সাগরে মাছ ধরে ওই জেলে,
মাঠের পরে মাঠ পেরিয়ে লবণ ক্ষেতের সারি
আসলে তুমি মোদের জেলায় মজা হবে ভারী৷

তুমি আসলে বন্ধু নলতা রওজা শরীফ যাবো
দুজন মিলে মজা করে সন্দেশ বসে খাবো,
চিংড়ি মাছ আর আমের স্বাদে মনটা যাবে ভরে
মন্টু মিয়ার পার্কে যাবো তোমায় সাথে করে৷

দেখবে তুমি হেলিকপ্টর রাস্তা দিয়ে চলে
যাত্রী তাতে একদুজনা ডাকবে দেখা হলে,
প্রকৃতির রূপ দেখবো দুজন মনের সুখে ঘুরে
শাহী মসজিদ দেখতে যাবো আমরা প্রবাজপুরে৷

লেখক পরিচিতিঃ মোঃ তৈয়েবুর রহমান তাকিব, গ্রাম বরণডালী, থানা কেশবপুর, জেলা যশোর৷




আপনার মূল্যবান মতামত দিন: