কেশবপুরে সাংস্কৃতিক কর্মী স্বপন দে'র প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৯:৩৪

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৯:৩৪

ছবি- দৈনিক সমসাময়িক প্রতিনিধি

কেশবপুরে স্বাধীনতা সাংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী স্বপন দে এর অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে স্বাধীনতা সাংস্কৃতিক জোটের আয়োজনে কেশবপুর প্রেসক্লাবের সভাকক্ষে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই সভাপতিত্ব করেন।
সাংস্কৃতিক সংগঠন উদীচী কেশবপুর উপজেলার সভাপতি অনুপম মোদক ও সাধারণ সম্পাদক শিক্ষক নিমাই চাদ নন্দন এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আজিজুর রহমান, সাংবাদিক শামীম আখতার মুকুল, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, কেশবপুর খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার ও মাসুদা বেগম বিউটি,
সাংবাদিক দিলীপ মোদক, স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শিক্ষক প্রভাস চন্দ্র মন্ডল, সদস্য রকি আলমগীর প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, সৌরভ কবির, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আবদুল্লা আল ফুয়াদ, সাংবাদিক পরেশ দেবনাথ, সোহেল পারভেজ, মিলন দে।
উল্লেখ্য, চলতি বছরের গত ৩ অক্টোবর (সোমবার) সকালে হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




আপনার মূল্যবান মতামত দিন: