যশোরে নরেন্দ্রপুর জিরাট আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৭:১৩

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৭:১৩

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট আলিম মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে মাদ্রাসার হলরুমে জিরাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাজু আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি রাজু আহম্মেদ বলেন লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরী। কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে এবং আগামীতে আরোও এগিয়ে যাবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে আরোও বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে, এ সময়টা খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে, সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।এ সময় অত্র মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও ইউপি সদস্যগণসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন: