মোঃ অরিদুল্লাহ্'র কবিতা- হাতটা ধরে চলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০২:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০২:৪১

ছবি সমসাময়িক
কষ্ট আছে শান্তি আছে আছে নীরেট জল জলের মাঝে প্রাণও আছে হয়তো খুব অচল। জলের মাঝে আগুন আছে আগুন মাঝে জল কে নিভে যায় কার আসাতে কে দেখে যায় কল? জলের জ্বলা একটু যদি দেখবে তুমি বলো? এক বিকালে কবির পাশে হাতটা ধরে চলো। ধরবে কে হাত ধরার মতো কেউ মেলেনি পাশে একটা জীবন পার হয়ে যায় শুধুই হাহুতাশে। একটা সাগর জলকে ছাড়া শূন্য ভূমির খরা একটা মানুষ কখন দিবে কবির বুকে ধরা। কবির মোহে না জ্বলিলেও মনের মোহে জ্বলো এক বিকালে কবির পাশে হাতটা ধরে চলো। প্রেমটা হলো দুখের বাড়ি তবুও দুখ চাই দুখের মাঝে তৃপ্তি ছোঁয়া আর কি কোথাও পায়? দুঃখ নেবে? অশ্রু নেবে?নেবে আকুল মন? করবে না কি এই কবিকে প্রেমের নিবেদন? প্রেম যদি হয় আকাশছোঁয়া আমার আছে তলও এক বিকালে কবির পাশে হাতটা ধরে চলো।


আপনার মূল্যবান মতামত দিন: