স্বাধীনতা পুরস্কার (সাহিত্যে)- ২০২২ পেলেন মরহুম আমির হামজা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ১৮:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ১৮:৫৪

ছবি সমসাময়িক
রাশেদ রেজা,মাগুরা প্রতিনিধিঃ এবছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেলেন মাগুরার শ্রীপুরের বরিশাট গ্রামের মরহুম আমির হামজা। গুনি এই সাহিত্যিক ১৯৩১ সালের ৩ মে মাগুরার জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাট কাজীপাড়া সরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও মহেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ছোটবেলায় পিতা মারা যাওয়ায় তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাতে পরেছেন, পরে আমির হামজা ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত থেকে পরিবার দায়িত্ব কাঁধে নিয়ে ছিলেন। এছাড়া তিনি পালাগান ও কবিগান করতেন বলেও জানা যায়। তার প্রকাশিত প্রথম কবিতার বই বাঘের থাবা যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। পরবর্তীতে মুজিববর্ষ উপলক্ষে ’পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ শীর্ষক গানের বইটি কবির প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও তার অবিনাশী রাষ্ট্রদর্শন এখানে উঠে এসেছে। বইটিতে মোট গানের সংখ্যা ৫২টি। এছাড়াও, ২০২১ সালে তার লেখা একুশের পাঁচালি নামে আরও একটি গ্রন্থ প্রকাশিত হয়। শুধু তাই নয় তিনি ১৯৭১ সালে ৮ নম্বর সেক্টরে আকবর বাহিনীর হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে আমির হামজা ছিলেন ছয় ছেলে ও তিন মেয়ের জনক। তার ছেলে আসাদুজ্জামান বর্তমানে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৯ সালের ২৩ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন গুণি এই সাহিত্যিক।


আপনার মূল্যবান মতামত দিন: