
আলোছায়া অলিয়ার রহমান।
আলো আসে আলো যায় - এই হল খেলা,
তুমি কেন বসে আছো? ভাঙ্গবে যে মেলা!
আলোছায়া প্রতিদিন খেলা করে ভবে,
তুমি বুঝি চিরদিন তার সাথে রবে?
একটু সামনে গেলে শেষ হবে পথ,
থেমে যাবে তোমাদের জীবনের রথ।
সেদিনও আলো আসে -আসে তার ছায়া,
তুমি শুধু চলে যাবে - রয়ে যাবে মায়া।

আপনার মূল্যবান মতামত দিন: