তরিকুল ইসলাম টিপু'র কবিতা- চির ঘুমন্ত স্বাধীন নেতার আহবান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৫:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৫:৩৩

ছবি সমসাময়িক

চির ঘুমন্ত স্বাধীন নেতার আহবান মোঃ তরিকুল ইসলাম টিপু

হায় মুজিবর, ওঠো তুমি কাল ঘুমেতে এসেছে স্বাধীন বাংলার হায় মুজিবর! দেখ তুমি নয়ন মেলে বাংলার বুকে দলে দলে, ঘুরছে আজ স্বাধীন স্বর হায় মুজিবর! দুশচক্রদের শয়তানিতে তাদেরি ঐ আদেশেতে, নিষ্ঠুর বুলেটের আঘাতে সাজলে তুমি রক্তিম বর, হায় মুজিবর! দেখছো নাকি ঘুমের ঘোরে তোমার বাংলার ঘরে ঘরে, করছে তারা জয় আনন্দ পছে মাথায় স্বাধীন বর, হায় মুজিবর! এসো তুমি ঘুম ভাঙ্গিয়া ভুলেছ কি বাংলার মায়া, মায়াজ্বলে বুক ভাসালে তবু খসলো সোনালি স্বর, হায় মুজিবর! এসো তুমি স্বাধীন চেতা তোমায় মোরা করবো নেতা, আসছো নাকি ভয়-আতঙ্কে - এই কি তোমার বীরের স্বর? হায় মুজিবর!!




আপনার মূল্যবান মতামত দিন: