
কোন এক বসন্তে
আমি অত শত বুঝিনি
আমি বুঝেছিলাম,
বসন্তের এ মেলায় আমি কে কার?
আমাকে রাঙিয়ে নেও বাসন্তী রঙে।
প্রায় বছর তিরিশেক হবে, কোন এক বসন্তে তুমি এসেছিলে আমার জীবনে।
বসন্তের এলোমেলো হাওয়ায় আমাকে ঝোড়ো নাড়া করেছিলে।
আমি বুঝিনি সেদিন তোমার ঐ তীক্ষ্ণ দৃষ্টিতে চাওয়া কি ছিল?
আমার অবুঝ মন বোঝেনি বসন্তের কি অনুভূতি!
তুমি আমাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলে প্রেমপ্রীতি।
তুমি ভেবে নিয়েছিলে আমি আম্র মুকুল, তুমি মধুলেহী।
মধু পানের নেশা জেগেছিল এ বসন্তে মনে।
আমি অত শত বুঝিনি
আমি বুঝেছিলাম,
বসন্তের এ মেলায় আমি কে কার?
আমাকে রাঙিয়ে নেও বাসন্তী রঙে।

আপনার মূল্যবান মতামত দিন: