সময়ের আলোচিত কবি অলিয়ার রহমান এর কবিতা-চাওয়া পাওয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০৩

ছবি সমসাময়িক
  তুমি যদি চাও - আকাশ হবো আমি, তারাদের দেশে এঁকে দিয়ে যাবো স্মৃতি, অনেক দুরের নিয়ন গ্যাসের ভুমি সেখানেও রবে ফুল ফোটাবার প্রীতি। তোমার জন্য কিনবো চাঁদের দেশ রূপালী আলোয় ভিজবে তোমার মুখ, কৃষ্ণপক্ষের মতোই তোমার কেশ সব চাওয়াতে ভরে যাবে ওই বুক। তুমি চাইলেই ফুলের বাগান হয়ে তোমার বুকে সুবাস ছড়াবো রোজ, স্বচ্ছ পানির ঝরনার মতো বয়ে দিয়ে যাবো যত লালিত সুখের খোঁজ। দেখবে সেথায় গোধূলির কত রূপ আলো আঁধারের পৃথিবীর কত মায়া, বুকের পাঁজরে স্বপ্নরা কত চুপ চরণে চরণে ফেলে যায় তার ছায়া। তুমি চাইলেই রাজপথ হবো আমি মিছিলে মিছিলে মুখরিত চারপাশ, বিপ্লবী বেশে রাজরাণী হবে তুমি প্রাসাদ কাননে ফাগুনের অবকাশ। তুমি যদি চাও - চলে যাবো বহুদুরে দেখবেনা কভু পরাজিত এই মুখ, তবুও আসুক মৃদু পায়ে সুরে সুরে তোমার জীবনে ভুবন বিলাসী সুখ


আপনার মূল্যবান মতামত দিন: