
প্রথম প্রহরে দিলাম ফুল একুশের পাদদেশে ভাষা শহীদে স্মরিলো সবে আন্তরিক পরিবেশে ।
ভাষার জন্য জীবন দিল এমন কোথা পাবে সে তো মোদের সোনার দেশে কীর্তি রয়ে যাবে।
জীবন দিল রফিক শফিক সালাম জব্বার বরকত বিশ্ব মাতৃভাষা দিবস সে তো তাদের সূত্রপাত ।
অ আ ক খ আমার মায়ের ভাষা সেই ভাষাতেই মানুষ হবো এই তো মোদের আশা।
দেশ প্রেমের চেতনা দেয় উচ্চ শিরে একুশ সেই চেতনায় আমরা যেন হতে পারি মানুষ।

আপনার মূল্যবান মতামত দিন: