
স্মরণীয় একুশ তরিকুল ইসলাম টিপু
একুশে ফেব্রুয়ারি কি - শুধুই একটি দিন? একুশ মানে শোধ না করা ঋণ। একুশ হলো একটি ইতিহাস - বাংলার স্বাধীনতার পূর্বাভাস। একুশ তুমি আমার স্বাধীনতা বাংলার পতাকা, মায়ের ভালোবাসাময় কথন, - আমার প্রথম বুলি মমতাময়ী " মা" , প্রিয়ার আলাপন - শৈশব কৈশোরের যখন তখন। রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার, বায়ান্নর কাহিনী মনে পড়ে বারবার! একুশ তুমি দিয়েছো আমায় কথার অধিকার, ডিজিটাল যুগে একুশের চেতনার খুবই দরকার। একুশ এখন বিশ্বজুড়ে তোমার আমার, একুশ তাই মায়ের ভাষার বিশ্বস্বীকৃত অধিকার।

আপনার মূল্যবান মতামত দিন: