যশোরের কবি অলিয়ার রহমান এর লেখা কবিতা- ভিন্ন ভাষার পর্ব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬

ছবি সমসাময়িক

ভিন্ন ভাষার পর্ব অলিয়ার রহমান।

বাংলা নিয়ে কারো কারো ঢংয়ের কোন শেষ নেই, অশিক্ষিত মানুষগুলোর জ্ঞানের কোন লেশ নেই। বাংলা দিয়ে হয় কি বাপু - বাংলা ভাষায় হয় কি? বিদেশ গেলে তোমার সাথে বাংলা কথা কয় কি? ভার্সিটিতে পড়ায় বুঝি বাংলা ভাষার বই সব? মিথ্যে সবে বাংলা পড়ে কাটিয়ে দিলে শৈশব! ইংরেজিটা শিখতে যদি - জীবন হতো ধন্য, এসব বলে লাভ কি বলো - যখন তুমি বন্য? কবে হবে মানুষ ওরা - ফলবে মাথায় বুদ্ধি? বাঁচতে হলে কঠোর হাতে চাই অভিযান শুদ্ধি। ইংরেজিটা শিখতে হবে - এটাই আসল লক্ষ্য, এবার যদি বুঝতে পারে বাংলা ভাষার পক্ষ।
আমি তো স্যার মাটির মানুষ - বাংলা ছাড়া বুঝি না, মায়ের ভাষায় অনেক খুশি - ইংরেজিটা খুঁজি না। এই ভাষাতে চলতে শিখে ধুলো মেখে সারা গায়, দেশের গানে নয়ন কেঁদে গড়িয়ে পড়ে মায়ের পায়। কোথায় এমন শান্তি মেলে, কোথায় এতো পাখির গান? কোথায় গেলে পাবো এমন বাংলা মেয়ের অভিমান? বাংলা ভাষার জন্য যারা জীবন দিলেন বায়ান্নে, তাদের ঋণ শোধ হবে কি তোমার জীবন সায়াহ্নে? তুমি কভু নাম শুনেছো - সালাম, রফিক, বরকত? জানলে না হায় - সোনার দেশে তারাই আলোর পর্বত! একুশ তারিখ চোখের জলে পালন করে বিশ্ব, এসব তোমার মাথায় ফলে? তুমিই ভীষণ নিঃস্ব। পরের ভাষায় মান বাড়েনা - যতই করো জয়গান, মায়ের ভাষা শিখলে তবেই বাড়বে তোমার সন্মান। একুশ আমার মায়ের ভাষা - একুশ আমার গর্ব, মায়ের ভাষা শেখার পরেই ভিন্ন ভাষার পর্ব।



আপনার মূল্যবান মতামত দিন: