
একুশ আমার অহংকার
একুশ আমার গর্ব একুশ আমার অহংকার, একুশ বিনে হয় কি বাংলা ভাষা আবার?
বাংলা ভাষায় কথা বলি বাংলা মায়ের বুকে চলি, এ-ই বাংলাতে ভাষার জন্যে দিতে হয়েছে জীবন বলি।
এই ভাষাতে সুরে দুলে এই ভাষাতে ছন্দ তুলে, গড়ে উঠেছে শিল্পী কবি।
১৯৫২সালের ভাষা আন্দোলন শিখিয়েছে মোদের শত্রুদমন, সেই শিক্ষা বুকে ধরে যায় মোদের শক্তি জুগে।
শক্তি সাহসের জীবন ভেলায় যাই মোরা একুশের মেলায়, একুশের মেলায় নানান বই বাংলার দামাল গেল কই?
জন্মাবে কি বাংলায় ফের দামাল! ষড়যন্ত্রকারীরা আজ বেসামাল, রুখো এদের কালো হাত বুঝি না শত্রুদের জাত পাত।

আপনার মূল্যবান মতামত দিন: