শামছুন্নাহার এর লেখা কবিতা-ভালোবাসার দূরন্ত বিকেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫২

ছবি সমসাময়িক
ভালোবাসার দূরন্ত বিকেল শামছুন্নাহার দূরন্ত বিকেলে ফাগুনের হাওয়ায় বসে আছি তোমারই অপেক্ষায়, কৃষ্ণচুড়ার ছায়ায় নাতিশীতোষ্ণ হাওয়া লাগছে উতালা গায়। কি যেন তৃষ্ণা নিয়ে দুটি আঁখি ঠিক চাতক পাখি চেয়ে আছে তোমার পথ পানে, অপেক্ষা আর অপেক্ষা! তুমি আসবে আমায় ভালোবাসবে। ভালোবাসা নিবেদনে খোঁপায় পরাবে গোলাপ রাঙা ফুল, তুমি এসো হে প্রিয়তম আমার ভালোবাসা আজি পাহাড় সম। ভালোবাসার উপহার স্বরুপ দুটি ওষ্ঠে ঢেলে দিও মম। তুমি আসলে ভালোবাসায় আমায় রাঙালে, যেমন ছিল আমার চাওয়া তেমনই হলো তোমারও পাওয়া। দু'জনে একবুক নিয়ে সুখ মনের আনন্দে কাটিয়ে দিলাম বেলা।  


আপনার মূল্যবান মতামত দিন: