
প্রবাসীদের রক্ত রাশেদ রেজা
কষ্ট লাগে বুকটা ফাটে, তোদের কথা ভাবলে।
উন্নত দেশ উন্নয়নে, রক্তের ঘাম দেখলে।
তোরাই হলি ডিজিটালের, নেপথ্যের করিগর। সহজে তাই ভূলে যাই ভাই, তোদের রক্তের দাম।
রক্তচোষা জানোয়ারদের খপ্পরে পড়ে ওরা, লক্ষ টাকা দিয়েও সটিক কাজ পাসনে তোরা।
হাই কপাল হাইরে আইন, মাথায় ওঠে হাত। কে দেখবে কে করবে, এর সঠিক সমাধান।
মাসের পরে মাস চলে যাই টাকার জ্বালা নিয়ে। বুক ফেটে ভাই কান্না আসে দুঃখের কথা শুনে।
প্লেন টিকিটের দালালেরা ভাই, আজকাল লাটের বাট। দশ টাকার টিকিট ত্রিশ করে, ওরাই লালে লাল।
প্রবাস কল্যান নামে/ধামে করছে পুকুর চুরি। প্রবাসীরা মহাবিপদে দেখছেনা, বরং মারছে জাড়িঝুড়ি।
তোদের রক্ত পান করে আজ, আমরা উন্নত দেশ। দিন শেষে ভাই তোদেরি কথা, ভূলে যাই অভাগা এ দেশ।
হে বিধাতা বাঁচাও ওদের, তুমিই ভরসা। ওরা জন্মভূমির অর্থযোদ্ধা, তাই তো প্রবাস ওদের ঠিকানা।

আপনার মূল্যবান মতামত দিন: