কবি অলিয়ার রহমান এর লেখা কবিতা- রাতের মধ্য দুপুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৭

ছবি সমসাময়িক

রাতের মধ্য দুপুর      অলিয়ার রহমান

আমি জেগে আছি ঘুমবতী দেশে চাঁদের বুড়ীও নেই সাথে, তুমি চলে এসো মায়াবতী বেশে এই বিরহী ফাগুন রাতে, কেন ভুলে যাও এই বাহুডোর সোনালী স্বপ্ন ভাসা ক্ষণ, আর কত হবে এই নিশি ভোর ভেঙে এই অবুঝের মন? তুমি চলে এসো খুলে সব দ্বার পায়ে দিয়ে আলোর নুপুর, এই মধুক্ষণ পাবে না তো আর এখন রাতের মধ্য দুপুর।

তুমি আসলেই ভাঙে নিরবতা মন খুলে কথা হবে সব, ওই চাঁদ মুখে নামে সজীবতা শিশিরের মৃদু কলরব। দেখ- চারিদিকে ফাগুনের রাত পলাশের রূপ আছে চেয়ে, আমি আঁধারেই বাড়িয়েছি হাত বিরহের গান গেয়ে গেয়ে। তুমি চলে এসো খুলে সব দ্বার পায়ে দিয়ে আলোর নুপুর, এই মধু ক্ষণ পাবে না তো আর এখন রাতের মধ্য দুপুর।




আপনার মূল্যবান মতামত দিন: