সাংবাদিক মোঃ তহিদুল ইসলাম এর লেখা কবিতা- বুজেও বুজিনি ইতিহাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪২

ছবি সমসাময়িক

বুজেও বুজিনি ইতিহাস

মোঃ তহিদুল ইসলাম

যুদ্ধ কি আমি চোখে দেখেনি শুধু ইতিহাস পড়ে যেনেছি

শুধু আমি নয় কোটি মানুষ ইতিহাস পড়েছে শুধু রয়ে গেছে বইয়ের পাতায় ইতিহাস ইতিহাস আর ইতিহাস

কেও দেখেছো সেই সময়ের কান্না কেও কি বুজেছো মা বোনেদের ইজ্জত বাচানোর আর্তনাদ

মৃত্যুর জন্তুটার চেয়ে মা বোনেদের ইজ্জত বাঁচানোর আর্তনাদ ছিলো আরো কঠিন

আমি গর্বিত সেই মা বোনেদের জন্য আমি গর্বিত সেই মুক্তি যোদ্ধাদের জন্য।

শুধু সৃতি তে ফুল নয় ঐই দিনটি হোক হৃদয় থেকে শ্রদ্ধা জানানো

আজ ভাবতে লজ্জা হয় জারা রক্ত দিয়ে এই বাংলা এনেছে তাদের রক্ত দেওয়া বিফলে গেছে।

এই বাংলায় চোর চুরি করে কলমে চোর হয় শিক্ষিত হয়ে চোর চুরি করে কোর্ট টাই পরে ধিক্কার জানায় সেই চোর দের প্রতি

হে শত ভাই হে শত জননী তুমাদের রিন শোধ হওয়ার নয়। ইতিহাস পড়ে জেনেছি হৃদয় কেঁদে যাই।

সালাম সেই শহীদের প্রতি সালাম সেই মা বোনের প্রতি

সার্থক আমি তুমাদের জন্ম সেই দেশেই জন্ময়েছি আমি তাই




আপনার মূল্যবান মতামত দিন: