সাংবাদিক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর লেখা কবিতা- একুশে ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২১

ছবি সমসাময়িক

একুশে ফেব্রুয়ারী আবদুল্লাহ আল মামুন

বৃথা যায়নি রক্ত তাদের এনে দিয়েছে মহাজয়, বাঙ্গালীর হৃদয়ে সদা সর্বদা তাহারা যে রয়, প্রিয় বাংলা ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, শহীদ তারা চির অমর অক্ষয় অম্লান, সালাম রফিক জব্বার সহ হাজার মা ও বোনে শহীদ হলো ভাষার তরে বায়ান্ন একুশের দিনে, পাক পাখালি পাহাড় নদ নদী কলতান, শহীদ হয়েছে মায়ের কোলে করেছে মাতৃভাষা দান, সুখ দুঃখ হাঁসি কান্না বাংলা মোরে ডাকে, রাত দিন সঙ্গী হয়ে মুখের ভাষায় থাকে, মাতৃভাষা বাংলা ভাষার জন্য রক্তে যাদের অবদান, তাদের ভুলবোনা কোনদিন করিবো সম্মান, কত ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, বারে বারে মনে পড়ে কি করে তাদের ভুলতে পারি।


আপনার মূল্যবান মতামত দিন: