
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে সাহেব আলী গাজী (৬৮) নামে গ্যাংগ্রিন রোগে আক্রান্ত এক অসহায় বৃদ্ধকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ৫ হাজার টাকার চেক তুলে দেন।
জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের অসহায় বৃদ্ধ সাহেব আলীর গাজীর ডান পায়ে গ্যাংগ্রিন রোগ ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে অপারেশনের মাধ্যমে সম্প্রতি পায়ের ৩টি আঙ্গুল কেটে ফেলেন। কিন্তু টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারছিলেন না। যে কারণে পায়ের ঘা ঠিক না হওয়ায়, অসহায় অবস্থায় বাড়ির চালাঘরে মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনকে জানালে তার সুচিকিৎসা ও ওষুধ কেনার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। #

আপনার মূল্যবান মতামত দিন: