মাগুরায় ২৫ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। | প্রকাশিত: ২৭ মে ২০২২ ০৫:৩৭

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
প্রকাশিত: ২৭ মে ২০২২ ০৫:৩৭

ফাইল ফটো

আজ বৃহস্পতিবার সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে শহরের পারনান্দুয়ালি গ্রামে ৬০ শতক জমির উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ৩ তলা ভবন বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালটির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. সাইফুজ্জামান শিখর এমপি।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, মাগুরা ডায়াবেটিক হাসপাতালের প্রকল্প পরিচালক ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি উপ পরিচালক জাহিদুল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, এড. সৈয়দ শরিফুল ইসলাম, হাসপাতালের জমিদাতা সাঈদ রেজা তরুণ সহ প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সুত্র থেকে সংবাদ মাধ্যম জানাতে পারে ১৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে উক্ত হাসপাতালটি নির্মিত হয়েছে।
হাসপাতালটি নির্মানের কারনে মাগুরাবাসির ডায়াবেটিকস চিকিৎসার সহজ হয়ে গেলো।




আপনার মূল্যবান মতামত দিন: