অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে শনিবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ত্রিমোহিনী মোড়ে উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, অধ্যাপক অনুকূল চন্দ্র মন্ডল, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন মন্ডল, সাংবাদিক দীলিপ মোদক, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা মানববন্ধনে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ শরীরে জ্বর অনুভূতি হলে হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান জানান। #
আপনার মূল্যবান মতামত দিন: