
মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুর উপজেলার রক্ত যোদ্ধা মোঃ তহিদুল ইসলাম আজ ৫৭ তম রক্তদান করেছেন। গত ২২ বছর ধরে এই রক্তদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। তহিদুল ইসলাম এ্যাডঃ খান টিপু সুলতান সেচ্ছাসেবী রক্তদান সৃতি সংঘ এর প্রতিষ্ঠাতা ও পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা (এফএসডিও) খুলনা বিভাগীয় মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন।
তহিদুল ইসলাম বলেন আমি ১৭ বছর বয়স থেকে রক্তদান শুরু করি এখন আমার বয়স ৩৯ বছর। আজ বিকালে মণিরামপুর সেবা ডাইনোগিস্ট সেন্টারে একজন মুমূর্ষু অপারেশনের রুগিকে আমার O+ রক্তদানের মাধ্যমে ৫৭ তম রক্তদান সম্পন্ন করলাম।

আপনার মূল্যবান মতামত দিন: