
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে যশোরের মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের অপেক্ষায় নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। ইউনিয়নের বাকি তিন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় তার বিজয়ে আর কোনো বাধা থাকলো না। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আলমগীর হোসেনের প্রতিদ্বন্দ্বি নৌকার বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, স্বতন্ত্র প্রার্থী আনসার আলী ও ডা. মনিরুজ্জামান তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্যামকুড় ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তিনজন প্রার্থীতা তুলে নিয়েছেন। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলন করেন বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।

আপনার মূল্যবান মতামত দিন: