
আনোয়র পারভেজ অনুজ।।
মনিরামপুরের ১০ নং মশ্মিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর আজব আলী এবারো মেম্বর পদপ্রার্থী। গত ২ নভেম্বর সবেমাত্র মনোনয়ন জমাদানের শেষ তারিখ, এরপর ৪ তারিখে বাছাই পর্ব আর প্রতীক বরাদ্দ আরো পরে। অথচ আজব আলীর ছবিসহ ফুটবল প্রতীক দিয়ে নির্বাচনী পোষ্টার ছাপা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: