
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সাখাওয়াত হোসেন প্রধানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় আলিপুরা গ্রাম প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধানের নিজ বাড়িতে গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে সমর্থন ও প্রত্যাশা মূলক বক্তব্য শেষে প্রার্থী সাখাওয়াত হোসেন বক্তব্য কালে বলেন এলাকাবাসীদের মধ্যে আপনাদের সমর্থন , পরামর্শ পেয়ে, আপনাদের নাগরিক সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ পেতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি আরও বলেন স্বদিচ্ছা ,আর্থিক স্বচ্ছতা সত্বেও অনেক সেবামূলক কর্মকান্ড বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা ও বাধার সম্মুখীন হতে হয়। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক এবং মানুষের উন্নয়নে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড অত্যন্ত সহজতর হয়। সেজন্যই আপনাদের ইচ্ছা পূরণের প্রত্যাশায় জনপ্রতিনিধি নয় সেবক হিসেবে কাজ করার আগ্রহ এবং অঙ্গীকার ব্যক্ত করছি। এলাকাবাসীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আমির হোসেন, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার , নুরুল হক প্রধান, রবিউল আউয়াল প্রধান, আফজাল চৌধুরী, গাজীবুর রহমান, প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: