
মোঃ সবুজ হোসেন।।
১৬ জানুয়ারি অনুষ্ঠিত কুমারখালী পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পেলেন আওয়ামীলীগ প্রার্থী মোঃ সামছুজ্জামান অরুণ এবং বিএনপি প্রার্থী আনিছুর রহমান (লালু বিশ্বাস)। ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার উভয় প্রার্থী নিজ নিজ দলের মনোনয়ন লাভ করেন।
আওয়ামী লীগ ও বিএনপির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের তথ্য থেকে জানা যায়। ২০১৬ সনের ৩০ ডিসেম্বর সর্বশেষ অনুষ্ঠিত কুমারখালী পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান অরুণ এবং বিএনপির প্রার্থী কুমারখালী মহিলা কলেজ প্রিন্সিপাল তরিকুল ইসলাম রিপনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে মোঃ সামছুজ্জামান অরুণ নৌকা প্রতিকে নির্বাচন করে জয়লাভ করেন। অন্যদিকে বিএনপি নেতা তরিকুল ইসলাম রিপন ধানের শীষ প্রতীক নীয়ে হেরে গিয়েছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী কুমারখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।

আপনার মূল্যবান মতামত দিন: