
- [gallery ids="788"]
স্টাফ রিপোর্টার
[gallery ids="775"]যশোর।।
যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। ১৭৫ কেন্দ্রে (নৌকা) ২ লাখ ৭৬ হাজার ১৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী নুর উন নবীর প্রাপ্ত ভোট (ধানের শীষ) ১২ হাজার ১৫৪। অর্থাৎ ২ লাখ ৬৪ হাজার ৪ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী জয়ী হয়েছে। যশোর সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: