ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মার্চ ২০২১ ১১:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ ২০২১ ১১:৪৮

ছবি সমসাময়িক
  কে.এম আলী (বিশেষ প্রতিনিধি)।। ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ৩৫ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুকব রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সাংবাদিকদের জানান, তার নাম আনন্দ হাজরা (সন্তস) তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকার পাঠাজাগির গ্রামের সুনিরাম হাজরার পুত্র। নিরাপত্তা বাহিনী ও ঘটনা স্থলে উপস্থিতরা জানান, ৩ মার্চ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন প্লাটফর্ম অতিক্রম করলে আসামী ট্রেনে পাথর ছুড়তে শুরু করে। এসময় ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভেঙে যায়, ট্রেনের যাত্রীর কোন ক্ষতি হবার আগেই নওয়াপাড়া স্টেশনে কর্তব্যরত সিপাহী শিকদার সুমন, মান্নান মোল্লা ও আঃ সালাম তাকে ধরে ফেলে। নওয়াপাড়া রেলওয়ের এসআই সাইদুর রহমান রিপন আসামী সন্তসকে গ্রেফতারের বিষয় নিন্চিত করে বলেন, আসামীকে খুলনা চিপ ইনস্পেকটরের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: