03/17/2025 ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে এক যুবক আটক
ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে এক যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ ২০২১ ১১:৪৮
কে.এম আলী (বিশেষ প্রতিনিধি)।।
ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ৩৫ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুকব রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সাংবাদিকদের জানান, তার নাম আনন্দ হাজরা (সন্তস) তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকার পাঠাজাগির গ্রামের সুনিরাম হাজরার পুত্র।
নিরাপত্তা বাহিনী ও ঘটনা স্থলে উপস্থিতরা জানান, ৩ মার্চ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন প্লাটফর্ম অতিক্রম করলে আসামী ট্রেনে পাথর ছুড়তে শুরু করে। এসময় ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভেঙে যায়, ট্রেনের যাত্রীর কোন ক্ষতি হবার আগেই নওয়াপাড়া স্টেশনে কর্তব্যরত সিপাহী শিকদার সুমন, মান্নান মোল্লা ও আঃ সালাম তাকে ধরে ফেলে।
নওয়াপাড়া রেলওয়ের এসআই সাইদুর রহমান রিপন আসামী সন্তসকে গ্রেফতারের বিষয় নিন্চিত করে বলেন, আসামীকে খুলনা চিপ ইনস্পেকটরের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।