ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা, হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে কেশবপুরে মানববন্ধন

অলিয়ার রহমান | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ২০:৪২

অলিয়ার রহমান
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ২০:৪২

ছবিঃ নিউজ

কেশবপুর ( যশোর)প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে ফিলিস্তিনিদের উপর দখল দ্বারিত্ব ইসরায়ল কর্তৃক বর্বর হামলা, হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মৈত্রীর বনধনে শান্তিময় বিশ্ব চাই এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের আয়োজনে বুধবার (৮ নভেম্বর) দুপুরে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমাল আলী সভাপতিত্ব করেন।
উপজেলা খেলা ঘর আসরের সহ-সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় খেলা ঘরের নির্বাহী সদস্য আব্দুল মজিদ বড়ভাই, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক ও পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, ফুলকুড়ি খেলাঘর আসরের সভাপতি অলিয়ার রহমান, মনোজ খেলাঘর আসরের সভাপতি এনামুল কবীর, শিক্ষার্থী সামিয়া নেওয়াজ, সাওদা নেওয়াজ, অর্ক সরকার, শোয়াইব বিন আলম, আবু তালহা নাঈম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনিদের উপর দখল দ্বারিত্ব ইজরাইল বাহিনী কর্তৃক বর্বর হামলা নারী-পুরুষ ও শিশুদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন খেলাঘর আসরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।#




আপনার মূল্যবান মতামত দিন: