মনিরামপুরে বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করায় মাদ্রাসায় তালা

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ২২:৪৬

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ২২:৪৬

১

মনিরামপুর(যশোর)প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে আসাদুজ্জামান মিন্টু নামে এক বিতর্কিত ব্যক্তিকে ঝাঁপা মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করায় সুপার শাহাদাত হোসেন এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে স্থানীয় অভিভাবক এবং শিক্ষকদের মতামত উপেক্ষা করে সুপার তার পছন্দের বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করেন।আর এ খবর জানাজানি হবার পর গতকাল সোমবার সকালে অভিভাবকসহ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে প্রধান ফটকে তালা দেন। ফলে মাদ্রাসায় কোন ক্লাশ হয়নি।
এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানাযায়, উপজেলা ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য সুপার শাহাদাত হোসেন গতমাসে অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে সভা করেন। সভায় সর্ব সম্মতিক্রমে স্থানীয় ব্যবসায়ী ফিরোজ হোসেনকে সভাপতি করার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযোগ রয়েছে সুপার শাহাদাত হোসেন অভিভাবক এবং শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে তার পছন্দের ব্যক্তি আসাদুজ্জামান মিন্টুর নাম সহ একটি প্যানেল মাদ্রাসা বোর্ডে প্রেরন করেন অনুমোদনের জন্য। সে মোতাবেক মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিষ্ট্রার ছালেহ আহমাদ আসাদুজ্জামান মিন্টুকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেন।
প্রতিবাদে সোমবার সকাল নয়টার দিকে অভিভাবক সহ এলাকাবাসী মাদ্রাসার প্রধান ফটকে তালা দিয়ে সুপারের বিরুদ্ধে শ্লোগান দেন। এ সময় সুপার মাদ্রাসায় ছিলেননা। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যান। খবর পেয়ে ইউএনও নিশাত তামান্নার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ ও একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন দুপুর ১২ টার দিকে মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় স্থানীয় সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদসহ অভিভাবকরা অভিযোগ করেন, দূর্নীতিবাজ সুপার শাহাদাত হোসেন মাদ্রাসার শিক্ষক অভিভাবকসহ এলাকাবাসীর সিদ্ধান্তকে পাশ কাটিয়ে তার আস্থাভাজন ব্যক্তি যশোর শহরের একটি প্রাইভেট মাদ্রাসার খন্ডকালিন শিক্ষক আসাদুজ্জামান মিন্টুকে সভাপতি করেন। সহ সুপার আব্দুস সবুর, শিক্ষক ফজিলা খাতুন, আজিজুর রহমানসহ অন্যান্যরা জানান, সুপার এলাকাবাসীর মতামতকে উপেক্ষা করে তার নিজস্ব ব্যক্তিকে সভাপতি করায় বর্তমান মাদ্রাসায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মাদ্রাসা সুপার শাহাদাত হোসেন জানান, মাদ্রাসা বোর্ড মিন্টুকে সভাপতি নিযুক্ত করেছেন। ফলে তার কিছু করার নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ জানান, মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। তবে কমিটি পরবির্তনের বিষয়টি সময় সাপেক্ষ। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, মাদ্রাসার অচলাবস্থা নিরসনকল্পে কার্যকরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 




আপনার মূল্যবান মতামত দিন: