অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনন্দময় মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের দুর্গাপূজা পরিচালনা পরিষদের উদ্যোগে শহরে ওই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালী মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কালী মন্দিরের দুর্গাপূজা পরিচালনা পরিষদের আহ্বায়ক সুকুমার সাহা, সদস্য সচিব মদন সাহা অপু, কোষাধ্যক্ষ কনক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি তন্ময় মিত্র বাপী, দুর্গাপূজা পরিচালনা পরিষদের সদস্য দুলাল চন্দ্র সাহা, শংকর পাল, শিবু প্রসাদ চক্রবর্ত্তী, উৎপল দে, সত্যজিৎ সাহা বুলু, কনক দে, মোহনলাল হালদার, প্রবীর দত্ত, টিটু সাহা, আশুতোষ মজুমদার, অলোক বসু, পল্টু বসু, সঞ্জয় দে প্রমুখ। পরে সন্ধ্যায় মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। #
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: