নিউজ ডেস্ক।।
আসন্ন যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করছেন ০৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি,  বারবার নির্বাচিত বিআরডিবি চেয়ারম্যান ও একজন আদর্শ কোচিং শিক্ষক মদন সাহা অপু। মধ্যকুল ও হাবাসপোল এলাকায় নিয়ে গঠিত ওয়ার্ড থেকে দলীয় ভাবে কমিশনার পদে মনোনয়ন পেতে ব্যাপক গণসংযোগ করে চলেছেন তিনি। এলাকায় তার সততা এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসী এবার তার দিকে ঝুঁকে পড়েছেন। তার এই গণসংযোগের বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী বলেন অন্য অন্য প্রার্থীদের মধ্যে মদন সাহা অপু একজন উচ্চশিক্ষিত বিনয়ী ও সদালাপী হিসাবে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তাই আমরা এলাকাবাসী মনে করছি তার মতো একজন ভালোলোক আমাদের প্রতিনিধি হলে এলাকায় উন্নয়ন ও মানুষের উপকার হবে। মদন সাহা অপুর কাছে জানতে চাইলে তিনি বলেন দলীয় মনোনয়ন দেয়া হলে আমি নিশ্চিত জয়লাভ করব। তবে আমি দীর্ঘদিন রাজনীতি করি দলের কাছে আমার কোন চাওয়া-পাওয়া ছিলোনা আজও নেই। তবে দল যদি আমাকে ভালো মনে করে তাহলে মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: