
[gallery ids="745"]
চুরি
মো: শাহ্ জালাল
-----------------০--------------
ফুল চুরি কুল চুরি চাল চুরি তেল চুরি
তার চেয়ে বেশি চুরি হয় কারো মন,
আবার টাকা সোনা কয়লা চুরি
অহরহ ঘটছে দেশে এখন।
চোরেরা সব ক্ষমতায় বসে
ছাড়ে যখন নীতি কথার বুলি,
ইতিহাস ঘুঁটলে দেখা যায়
এদের চৌদ্দ পুরুষ অশিক্ষিত কুলি।
আহা! গরীবের ত্রাণ চুরি হয়
এ কথাটি কে শুনেনি বলো?
নতুন করে তেল চুরির সেই ঘটনাও
পত্রিকা ও সোশাল মিডিয়াতে এলো ।
আজকাল কতো কিছুই হয় চুরি
চুরি হচ্ছে মেধা
মেধা চুরি করে’না কেউ ?
এ কথা শুনবে আজ কিডা।
এতো চুরি হয় দুঃখ চুরি হয়না কেন?
সুখ চুরি হয় যত টাকা পয়সার মতো!
কষ্টের চোখের জল হয়না চুরি
আনন্দের হাসি চুরি হয় যতো!
সব চোরের বিরুদ্ধে মামলা করে আজ হচ্ছে না কোন ফল। ক্ষমতার চেয়ারে বসে ওরা হুমকি ধামকি ফোনে দিচ্ছে কল!

আপনার মূল্যবান মতামত দিন: