প্রবাসী এস এম ফারুক হোসাইন এর লেখা কবিতা- ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১ ০৪:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১ ০৪:৫৪

ছবি সমসাময়িক

স্রষ্টাই তোমাকে করিয়াছে সৃষ্টি, ততোধিক দূর্বল করে,,,                       তবু কেনো ? নারী চলে যেতে চাও,,

পুরুষ ছাড়িয়া উর্ধে,,,

পূষ্পের ন্যায় সুভাষ ছড়াও ভ্রমরেরা আসে ছুটে,,, বিমোহিত হয় তোমাতে ভ্রমর মধু নিয়ে যায় লুটে,,

নিজেরে তুমি বিলিয়ে দিয়ে, পুরুষেরে দোষারোপ বিভিধ কারনে রমণী আমার, তোমাদের প্রতি ক্ষোভ,,,

নরসিংহের জঙ্গলে তুমি দূর্বল হরিণী, বাহিরে আসা মানায়না তোমার পূরুষেরই সমানে,,

যতই আড়াল রাখিবে নিজেকে,, বাচিবে তোমার প্রান,, ততই তোমার পুরুষের কাছে হারাবে না সম্ভ্রম

শালীনতা আনো পোষাকে তোমার বাঁচাতে তোমার মান,, পূরুষ তোমাকে করুবে শ্রদ্ধা বাড়িবে তোমার সম্মান,,




আপনার মূল্যবান মতামত দিন: