কবিতা- বছর পূর্ত্তিতে দৈনিক সমসাময়িক, কবি- শামছুন্নাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১ ০৬:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই ২০২১ ০৬:৪৪

ছবি সমসাময়িক
  বছর পূর্ত্তি পদার্পণে দৈনিক সমসাময়িক, লেখেন ভালো, পড়েন ভালো প্রকাশক ও মালিক। সম্পাদক ও কম যায় না লিখতে পারে ভালো, খবর গুলো ছড়ায় দ্যুতি ছড়ায় যেন আলো। ভয় পায়না খবর লিখতে সাহসী শাহজালাল, দূর্নীতি আর অসংগতি তুলে ধরার ছাওয়াল। নামে যেমন সমসাময়িক খবরগুলো ও তাই, আমার মুখে শুনে নয়,পড়ে দেখেন সবাই । সম্পূর্ণ বাংলা পত্রিকা পড়তে অনেক সহজ, ইন্টারনেটে সার্চ করে করতে পারেন খোঁজ। কবিতা আর গল্প লেখার পাতা ও একটা আছে, নতুন নতুন কবি লেখক এখান থেকে পরিচিত হচ্ছে। সমসাময়িক মালিক পক্ষ দান দয়াতে আছে, সেসব খবর লোকজনে এখান থেকে পাচ্ছে । দীর্ঘজীবী হোক সমসাময়িক,করুক বিস্তার লাভ, জনগণের জমে উঠুক সমসাময়িকের সাথে ভাব।


আপনার মূল্যবান মতামত দিন: