কবিতা- দূরন্ত এক দৈনিক সমসাময়িক, কবি- আব্দুল আলীম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১ ০৬:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই ২০২১ ০৬:২৯

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  মোদের মাঝে এসেছে এক দূরন্ত দৈনিক সেই পত্রিকার নাম টি হলো সম সাময়িক । সত্যের ই সন্ধানে তাহার নির্ভীক পথ চলা নিয়ত যা ঘটে তাহা সঠিক ভাবে বলা। অনলাইন আর প্রকাশনার নিয়মিত দৈনিক পড়েন সবাই সবান্ধবে ছেলে বুড়ো পথিক। কৃষি-শিল্প দেশের কথা পাবে ইহার পাতায় নিজো দেশের সংস্কৃতি ও মিলবে যে হেথায়। দারুন দক্ষ এই পত্রিকার কলা-কুশলী লব তার ই চলার পথে বিলীন পঙ্কিলতা সব। সমাজ রুপের উন্নয়নে নাই যে তাহার জুড়ি দেশ মায়ের ই সেবায় সে হোক আকাশ পানের ঘুড়ি।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: