
দেশের আলেম নিখোঁজ হলে নিউজ হয়না তাতে, ধর্ষণ হলে মনের সুখে নিউজ করতে মাতে৷
আলেম হত্যা গুমের সময় কোথায় থাকে তারা? ধর্ষণ নিয়ে বলছে কথা মিডিয়াতে যারা৷
আলেম যারা আমার দেশে যেনো দাসের মত, তাদের প্রতি যুলুম দেখে হৃদয় হয়রে ক্ষত৷
গুমরে কাদে মানবতা ঝরায় চোখে পানি, আলেম হত্যা গুমের কথা আমরা কজন জানি?
জানিনা ভাই অনেক কিছু ঘঠছে যাহা দেশে, অনেক মানুষ মনের সুখে চলছে হেসে হেসে৷

আপনার মূল্যবান মতামত দিন: