"দৈনিক সমসাময়িক" নিউজ এর প্রকাশক কবি অলিয়ার রহমান এর কবিতা- প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১ ২৩:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১ ২৩:১৬

ছবি সমসাময়িক

প্রার্থনা অলিয়ার রহমান

সমুখে নতুন দিন - দরজার পারে আনবে আলোর ভোর মানুষের দ্বারে মুছে দিয়ে মলিনতা সব, পুরানো দিনের সব ক্ষমাহীন দিন অরুণ আলোর দিনে মুছে যাক ঋণ বিশালতা করে অনুভব। মানুষে মানুষে যতো ভেদ ভেসে যাক পুরাতন ক্লেদ যখন যেমন থাকি - মনঃপীড়া নিয়ে আনবো নতুন ভোর ভালবাসা দিয়ে ভুবনে ফুটাবো শত ফুল, অনেক সুখের দিন করে অবহেলা রুদ্ধ হয়েছে আজি সব পথচলা- ক্ষমা করো মোর যতো ভুল। আজ এই শুভদিনে প্রভু খালি হাতে ছাড়নিতো কভূ ফিরিয়ে দাওনা প্রভু ঈশানের কোণ পৃথিবী অবাক করা মানুষের মন- বাতাসেই উড়ে যাক জরা, আবার হাসবো মোরা খুলে মনঃপ্রাণ উঠোনে মুখর হবে সবুজের ঘ্রাণ ফুলে ফুলে ভরে যাক ধরা।




আপনার মূল্যবান মতামত দিন: