
ঔষধি পাতা মোঃ শাহ্ জালাল

ঠান্ড সন্ধি কাশি গলা ব্যথায় তুলসী পাতা। কাটা ফাটায় ব্যান্ডেজ করতে হয় কলা পাতা। গ্যাস্টিক পেটব্যথা দূর্ভা ঘাসের পাতা। কিরমী ও খোসপাঁচড়া চুলকানিতে নীম পাতা। আমাশা ও জ্বরে থানকুনি পাতা। হজম শক্তি বাড়াতে ধনিয়াপাতা তেঁতুল পাতা। ব্যাথা মালিস ও ডায়বেটিসে আকন্দের পাতা। মিঠাই পায়েস ও মাংসের ভিতর তেজপাত। মেজবান বাড়িতে ভাত খেতে পদ্মপাতা। সকালের নাস্তার টেবিলে চা পাতা কাটা ছেঁড়ায় রক্ত বন্ধে গাধা ফুলের পাতা। বমি-টমি ও সরবত তৈরীতে লেবু পাতা। পথে ঘাটে ফুটপাতে চা খেতে পুদিনা পাতা। নতুন বধূর হাত রাঙ্গাতে মেহেদী পাতা। মুখের রুচি বাড়াতে আমলোকি পাতা। সজীব খেতে পালন পাতা লাউ পাতা। স্ট্রোক,ক্যানসারের ঝুঁকিতে জলপাই পাতা। ঠোঁট ও মন রাঙ্গাতে হালখাতায় পান পাতা। শরীরের হিমোগ্লোবিন বাড়াতে কচু পাতা। কোষ্ঠকাঠিন্য দূর করে পুইশাকের পাতা। যৌক্তিক বাড়াতে উলটকম্বল ও সোনা পাতা। হাট এটাক গ্যাস্টিক কোষ্টকাটিন্ন বোড়উপাতা।

আপনার মূল্যবান মতামত দিন: