শিরোনামহীন কবিতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২ ১৬:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২ ১৬:০৭

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

শিরোনামহীন কবিত
মোকন ঠাকুর
জলে ভাসা পদ্ম নেই নেই পাতার নৌকা দিন ফুরালো শিউলি ফুলের... আঁখি পল্লবে আর না দেখি কাজল রেখা আঁকা।।
মন পায় না মাঝির ছেলে কিংবা বালক রাখাল Good Morning হয় যে এখন হয় না শুভ সকাল।।
খাবার থালা সামানে রেখে না করে বন্দনা সেলফি কিংবা টুইট দিতে কত যে বাহানা!
মনের মানুষ কেউ না খোঁজে G.F করে তালাশ ছাউনি ঢাকা রিকশা ওদের আমার খেলা আকাশ।।



undefined

আপনার মূল্যবান মতামত দিন: