কবিতা- একুশ শেষে বাইশে এলো, কবি- শ্রী বিপ্লব জলদাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২ ০৪:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২ ০৪:৪৬

ছবি সমসাময়িক
একটি বছর জীবন থেকে হারিয়ে দেখি গেল, একুশ শেষে নতুন করে বাইশ যে এবার এলো।
কত স্মৃতি, কত আশা কত ছিল গান, নতুন করে বাঁচবো বলে গাহি সাম্যের গান।
অতীতের সেই স্মৃতিগুলো মনে পরে যায়, কল্পনায় ভাসে চোখে বাস্তবে সে নাই।
সুখ দুঃখ হাসি কান্নায় একুশ গেল কেটে, বাইশে যেন সব কিছু হয় ভালোয় ভালোয় মেটে।



আপনার মূল্যবান মতামত দিন: