
সিএমপি পুলিশ সূত্রে জানা যায়,অদ্য সোমবার (১৬মে)২২ইং,পাঁচলাইশ থানার এস.আই মামুন সিসি ফুটেজ এর মাধ্যমে মোবাইলটি উদ্ধার করে মালিকের নিকট তার হারানো মোবাইলটি হস্তান্তর করা হয়। গত শুক্রবার (১৩মে)২২ইং জনৈক মোহাম্মদ তারেক পাঁচলাইশ থানাধীন ডেল্টা হাসপাতালের সামনে সিএনজি থেকে নামার সময় ভুলবশত তার ব্যবহৃত স্যামসাং মোবাইল সেটটি সিএনজিতে ফেলে চলে যান। পরবর্তীতে তিনি এ সংক্রান্তে পাঁচলাইশ থানায় মোবাইল হারানো সংক্রান্ত একটি জিডি করেন। এ সংক্রান্তে এস আই মামুন সিসি ফুটেজ এর মাধ্যমে সিএনজি রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করেন এবং 'আমার গাড়ি নিরাপদ' ডাটাবেজের মাধ্যমে মালিকের তথ্য সংগ্রহ করে মোবাইলটি উদ্ধার করেন।

আপনার মূল্যবান মতামত দিন: