
মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি
ঢাকা, ০৬ এপ্রিল ২০২৫ (রবিবার): মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ মিয়ানমারের রাজধানী নেপিডোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করে। যদিও উদ্ধার অভিযানটি ছিল ঝুঁকিপূর্ণ তারপরেও বাংলাদেশের উদ্ধারকারী দল কাজটি সফলভাবে সম্পন্ন করেন। উদ্ধার অভিযানের সময় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের উদ্ধারকারী দলের কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের উদ্ধার কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, আজ বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৩ জনের জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক অদ্যাবধি সর্বমোট ৪৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীকালও এই কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, মিয়ানমারে সহায়তা কার্যক্রমের তৃতীয় ধাপে আরো প্রায় ১০০ টন ত্রাণ সামগ্রী (শুকনো খাবার, পানি, জরুরি ওষুধ, কম্বল, তাবু ও অন্যান্য দ্রব্য সামগ্রী) প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে এসব ত্রাণ সামগ্রী চট্টগ্রাম বন্দরস্থ নৌবাহিনীর তত্ত্বাবধানে পৌঁছেছে, যেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের মাধ্যমে আগামী ৮ এপ্রিল ২০২৫ তারিখে মিয়ানমারে প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: